Saturday, June 3, 2017

Ami Tomakei Bole Debo(আমি তোমাকেই বলে দেবো) lyrics.....

শিরোনামঃ আমি তোমাকেই বলে দিবো
কন্ঠঃ সঞ্জীব চৌধুরী
ব্যান্ডঃ দলছুট
অ্যালবামঃ হৃদয়পুর

আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাণ পথে
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলেভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া(২)
আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাণ পথে
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলেভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া(২)
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল (২)
জানে কান্নার রঙ
জানে জোছনার ছায়া (২)
তবে এই হোক
তীরে জাগুক প্লাবন
দিনে হোক লাবণ্য
হৃদয়ে শ্রাবণ। (২)
তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া।
তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া।
আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরাণ পথে
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলেভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া(২)

No comments:

Post a Comment

Any Samsung Autopatch Firmware 100% free

                 https://pastelink.net/5k99k8p3