Friday, June 2, 2017

দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ lyrics


james – maa lyrics



দশ মাস দশ দিন ধরে
গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে
আমায় লালন
হটাত কোথায় না বলে
হারিয়ে গেলো
জন্মান্তরের বাধন কোথা হারাল
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা??
ভোরের তারা রাতের তারা
মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না

মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ
অনেক ঋণের জালে মাগো বেধেছিলে তাই
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা??
ভোরের তারা রাতের তারা
মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না

সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা??
ভোরের তারা রাতের তারা
মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না

No comments:

Post a Comment

Octoplus FRP Tool Installer v2.8.8 NEW UPDATE

                                    DOWNLOAD HERE                            https://octopusbox.com/files/softs/install_octoplus_FRP_2.8.8.0...