Saturday, June 3, 2017

বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে lyrics....

বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে

তুমি জোছনা হেথা দিয়েছিলে কথা
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা
বল তুমি এখানেতে আসতে কতক্ষণ
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন

আমি যখন রানতে বসি বন্ধু বাজাও বাঁশি
রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি
দাদারে দাদীরে আমি কি দিয়ে বোঝায়
কাঙ্খে কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই

কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া
এসব কথা রেখে তুমি আমায় কর বিয়া
আরে চল চল চল বন্ধু ঘরে ফিরে যায়
দাদা আর দাদীরে গিয়া নিরালায় বোঝায়

No comments:

Post a Comment

Any Samsung Autopatch Firmware 100% free

                 https://pastelink.net/5k99k8p3