Friday, June 2, 2017

ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার,lyrics.../

ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মনজিল ভালোবাসা{2}
 
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান{2}
তুমি আমারই বলবো শতবার।
 
হাত দু'টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ{3}
 
তুমি আমারই, হায়, বলবো শতবার.

No comments:

Post a Comment

Octoplus FRP Tool Installer v2.8.8 NEW UPDATE

                                    DOWNLOAD HERE                            https://octopusbox.com/files/softs/install_octoplus_FRP_2.8.8.0...